রাজধানীর যাত্রাবাড়িতে মহিবুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলেমেয়েকে আটক করেছে পুলিশ।
বাবাকে হত্যার সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা আছে কি না তা জানতেই রবিবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার মধ্যরাতে যাত্রাবাড়ির মোমেনবাগ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
ওই সময় পরিবারের সদস্যরা দাবি করেছিলেন, ডাকাতি করতে এসে কিছু না পেয়ে মহিবুল্লাহকে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা।
এ ঘটনায় নিহতের ভাই যাত্রাবাড়ি থানায় মামলা করার পর নিহতের ছেলে ও মেয়েকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম