বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা এবং সাংস্কৃতিক উৎসব। সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসনের সহায়তায় বরিশাল শিশু একাডেমি আয়োজিত শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং জেলা শিশু একাডেমি কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিন বিভিন্ন উপজেলার শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া বিকেল ৪টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, সন্ধ্যা সাড়ে ৬টায় সংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় শিশু নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী মেলার দ্বিতীয় ও শেষ দিন আগামীকাল মঙ্গলবার সকালে প্রাক-প্রাথমিক শিশু শিক্ষার্থীদের যেমন খুশী তেমন সাঁজো, ১১টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন, বিকেলে সুবিধা বঞ্চিত শিশুদের সংগীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযেগীতা এবং সন্ধ্যা ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল