গাজীপুরের টঙ্গীর এরশাদনগর টেকবাড়ি এলাকায় বাবা ও সৎ মাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বড় ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে। আহত মা তাছলিমা ও বাবা কাঞ্চনকে মুমূর্ষু অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মণিকাঞ্চন জানান, গত দুই বছর আগে আমার প্রথম স্ত্রী হঠাৎ মারা যায়। পরে, ছেলে-মেয়েদের অনুরোধে তাছলিমাকে বিবাহ করি। দ্বিতীয় বিয়ের পরপর আমার দুই ছেলে জমি সংক্রান্ত ভাগাভাগি নিয়ে আমার ও স্ত্রীর উপর নির্যাতন শুরু করে।
পরে এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে জানালে তিনিও একাধিকবার বিচার করেন। এনিয়ে সোমবার রাত ৮টার দিকে আমাকে ও স্ত্রীকে লাঠিসোটা এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে, স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
টঙ্গী সরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আকবর বলেন, তাদের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ বিষয়ে দু'পক্ষের মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই, ২০১৯/আরাফাত