ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে ৮ আগস্টের (বৃহস্পতিবার) টিকিট দেওয়া হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের আগাম টিকিট সংগ্রহ করতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
এদিকে সকাল সাড়ে ১০টায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি হচ্ছে কিনা তা তদারকি করতে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করতে দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির
এক অভিযান পরিচালনা করেন।
পরে দুদকের সহকারী পরিচাল জানান, টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। তবে আমরা কোনো অনিয়ম পাইনি। তবে অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
সোমবার থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন