শেয়ারবাজার থেকে দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বর্তমান সরকার সবকিছুকেই গুজব বলে চালিয়ে দিচ্ছে।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোন পথ নেই জানিয়ে আমির খসরু আরও বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু ‘মহামারি’ আকারে ছড়িয়ে পড়েছে- এটা কি? নারীদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা কি গুজব? শেয়ারবাজার থেকে দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা কি গুজব? ব্যাংক লুট করে খালি করে দেওয়া হয়েছে এটা কি গুজব? নির্বাচন কমিশন থেকে হজ পর্যবেক্ষণে গেছে এটাও কি গুজব? গুম-খুন-হত্যা করা হচ্ছে এটাও কি গুজব?
আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির হাজারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মাদ নেছারুল হক, সাবিরা নাজমুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার