রাজধানীর বিভিন্ন অঞ্চলে র্যাবের অভিযানে গ্রেফতার ২৯ জন কিশোর ছিনতাইকারীকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে আগারগাঁও, আসাদগেট, কলেজগেট ও শ্যামলী এলাকা থেকে ছিনতাই চক্রের ২৯ জনকে আটক করে র্যাব।
জানা যায়, একটি মোবাইল ছিনতাই করে দিতে পারলে বিনিময়ে এসব মাদকাসক্ত শিশু-কিশোর ছিনতাইকারীরা পায় তিন থেকে পাঁচটি ইয়াবা। আর এই ইয়াবার লোভেই তারা শুরু করে ছিনতাই।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ছিনতাইকারীরা মূলত রাস্তা পার হওয়ার সময় নারীদের টার্গেট করে তাদের ব্যাগের চেইন খুলে মোবাইল ছিনতাই করত। অনেক সময় হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিত। এদের বেশীর ভাগের বাসা কলেজ গেটের বিহারী ক্যাম্পে। শিশু-কিশোর হওয়ায় এদের শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল