বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে আজ বুধবার। বিকাল ৩টায় নগর ভবন সংলগ্ন সড়কে প্রথমবারের মতো উন্মুক্ত বাজেট ঘোষণা করবেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা সুনিশ্চিতকরণের লক্ষ্যে সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু।
বিডি প্রতিদিন/এনায়েত করিম