বরিশালে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ‘লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই’ শ্লোগান নিয়ে গত মঙ্গলবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক উৎসবে শিশু সমাবেশ ও প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম