রংপুরে আবু শাহাদত মো. দুলাল (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুবৃর্ত্তরা।
বুধবার সকালে নগরীর ৩৩ নং ওয়ার্ডের মাহিগঞ্জ শরেয়ারতল এলাকার একটি পারিবারিক কবরস্থানের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দুলাল ওই ওয়ার্ডের মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানান, দুলাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে একটি কবরস্থানের পাশের খাল থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/মাহবুব