রাজশাহীতে অস্ত্রসহ নাজমুল ইসলাম (২৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মহানগরীর লিলি সিনেমা হলের মোড়ে নাজমুলের কাপড়ের দোকান আছে।
মঙ্গলবার দিবাগতরাত ২টার দিকে ওই দোকানে অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় দোকান থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুলকে গ্রেফতার করে র্যাব।
তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়া মহল্লার নাজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। তবে এর আড়ালে তিনি অস্ত্রের কারবার করতেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম জানান, কাপড়ের ব্যবসার আড়ালে নাজমুল অস্ত্রের কারবার চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন