রাজধানীর দারুস সালাম থানা এলাকার বাসিন্দা কে এম পারভেজ হাসানকে শ্বাস রোধ করে হত্যার দায়ে তার স্ত্রী ও দুই শ্যালককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাহানাজ পারভীন সোমা ও তার দুই ভাই গোলাম রাব্বানী ওরফে রাব্বী এবং তানজীল আলম।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আব্দুল্লাহ ভূঞা সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুলাই দারুস সালাম থানাধীন ৩১২/৪-এল, টোলারবাগের বাসায় কে এম পারভেজ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আসামিরা তার স্ট্রোক হয়েছে বলে প্রচার করে এবং পারভেজের বাবা-মাকে না জানিয়ে লাশ দাফনের চেষ্টা করে। ঘটনার প্রায় আড়াই মাস পর পারভেজের মা মমতাজ বেগম ওই বছরের ১৪ অক্টোবর পারভেজের শাশুড়ি রোকেয়া বেগম, স্ত্রী ও দুই শ্যালককে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ২০ জুলাই শাশুড়ি রোকেয়া বেগমকে অব্যাহতি দিয়ে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। রায় ঘোষণার আগে ১৭ জন সাক্ষির মধ্যে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম