বরিশাল সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের ৫ শ’ ৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪শ’ ৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষে বাজেট পাঠ করেন সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। ২০০২ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এই প্রথম উন্মুক্ত স্থানে জনগণের সামনে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হল।
একই সাথে ২০১৮-১৯ অর্থ বছরের ৪শ’ ৪৩ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৬শ’ ৪৫ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১শ’ ২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬শ’ ৪৫ টাকার সংশোধিত ঘোষণা করেন মেয়র সাদিক আবদুল্লাহ।
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে করপোরেশনের রাজস্ব আয় ধরা হয়েছে ১ শ’ ৩০ কোটি ১১ লাখ ১৯ হাজার ২শ’ ৯৩ টাকা। এছাড়া সরকারের তরফ থেকে উন্নয়নের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪১৬ কোটি ২২ লাখ ৪৮ হাজার ১শ’ ৪৪ টাকা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা।
উন্মুক্ত প্রস্তাবিত বাজেট ঘোষনার পর নগরবাসীর বিভিন্ন প্রশ্নের এবং দাবী-দাওয়ার যৌক্তিক উত্তর দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এ সময় নগরীর মধ্য দিয়ে সড়ক বিভাগের ফোর লেন নির্মানের প্রক্রিয়ায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ হবে উল্লেখ করে মেয়র সাদিক আবদুল্লাহ নগরীর পাশ দিয়ে বাইপাস ঘুরে ফোরলেন নির্মানে উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দেন।
দায়িত্ব গ্রহনের ৯ মাসে সিটি করপোরেশনে একটি ডাটাবেজ তৈরী এবং নগর ভবনে সু-শাষন প্রতিষ্ঠা করতে পেরেছেন বলে দাবী করেন সিটি মেয়র। তবে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তার চিন্তা-চেতনার অনেক পেছনে বলে আক্ষেপ করেন সিটি মেয়র।
উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সিটি মেয়র পত্নী লিপি আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিএমপি’র উপ-কমিশনার মো. হাবিবুর রহমান, শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনাকে কেন্দ্র করে ওই এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বাজেট ঘোষণার কারনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কাকলীর মোড় থেকে লঞ্চঘাট মোড় পর্যন্ত সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার