রাজধানীর মৎস্য ভবনের সামনে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, শাহবাগের দিকে থেকে আসা ট্রাকটি মৎস্য ভবনের সামনের রাস্তায় আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম