রাজশাহী ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে (আইএইচটি) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন।
বৃহস্পতিবার সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন মেয়র। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন তিনি। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির অধ্যক্ষ ডা. ফারহানা হক, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মজিবর রহমান, শিক্ষক আবু রায়হান, আলাউদ্দীন, আতিয়ার রহমান, সহিদুল ইসলাম বেলাল ও রশিদুল হাসান রাসেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন