বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জোর করে যারা ক্ষমতা দখল করে, তাদের কাছে জনস্বার্থের কী মূল্য আছে! অপশাসন চালাতে নিজেদের অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে, কেউ কিছু টের পাচ্ছে না। কিন্তু, সব অপকর্মের জবাব নিতে জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না।
বিএনপি নেতা বলেন, ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার শুধু ব্যর্থই নয়, এদের আমলে বছর বছর মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবার সবসময়ের চেয়ে বেশি।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক সভাপতি নুরী আরা সাফাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন