রাজধানীর উত্তরায় ৪ নাম্বার সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় উক্ত র্যালিটি উত্তরা ৪ নাম্বার সেক্টর পার্ক থেকে শুরু করে ৬ নাম্বার সেক্টর হয়ে নওয়াব হাবিবুল্লাহ স্কুলে এসে শেষ হয়।
এসময় মাইকিং করে প্রচার করা হয় আপনার বাড়ির ছাদে, ব্যালকনিতে ফুলের টব পরিস্কার রাখতে,পলিথিন ব্যাগ, প্লাস্টিক সামগ্রীর অংশ, প্যাকেট, ঠোংগা, রান্নাঘরের গার্বেজ, পশুর বিভিন্ন বর্জ্য প্রভৃতি ফেলে নর্দমা নষ্ট না করা, বাড়ীর আঙ্গিনা যথা- প্রাঙ্গন ,ব্যালকনি, এসির পানি জমতে না দেয়া বা পরিস্কার রাখা ইত্যাদি।
এ সময়ে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরা উইমেন্স ক্লাব, উত্তরদেশ লেডিস ক্লাব,বন্ধন সোসাইটি ,হাটি হাটি খাই খাই, ভোরের শিশির ,ক্লাব ফর্টি প্লাস ও উত্তরা ইয়োগা সোসাইটি।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ