নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধানসহ ৬ জনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। আটকৃতদের আদালেত প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাজ্জাদ রুমন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা গোয়েন্দা শাখার ডিবির একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, শহরের চাষাড়া হতে একটি সাদা রং এর মিনি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৪৮) এ করে কয়েকজন মাদক ব্যবসায়ি মাদকসহ নবীগঞ্জ ঘাটের দিকে যাচ্ছে। রাত সাড়ে ৯ টায় গাড়িটি নবীগঞ্জ ফেরীঘাটের রোডে যাত্রীছাউনির সামনে পাকা রাস্তার উপর থামিয়ে গাড়িতে তল্লাশী চালায় ডিবি। ওই সময় গাড়িতে থাকা নাসিক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুদ্দীন আহম্মেদ দুলাল প্রধান (৩৮) এর দেহ তল্লাশী করে দুই বোতল, কামাল হাসান (৪৭) এর প্যান্টের পকেট থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত গাড়ি তল্লাশী করে গাড়ির ছিটের নিচে একটি শপিং ব্যাগের মধ্যে ২০ বোতল, গাড়ীর পেছনের ছিটের নিচে অপর আরেকটি শপিং ব্যাগের মধ্যে ২০ বোতল এবং ড্রাইভারের ছিটের পেছনে পকেটে রাখা আরো ৬ বোতলসহ মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় দুলাল প্রধানের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। মাদক ব্যবসার অভিযোগী আটক অপর সহযোগিরা হলেন, মনির হোসেন মনু(৫০), তানভীর আহম্মেদ সোহেল(৪১), মোঃ মজিবর রহমান(৫২)।
প্রেস বিজ্ঞপ্তি আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাবাদে দুলাল প্রধান স্বীকার করেছেন যে, তিনি একজন কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক। এ পরিচয়ের আড়ালে সে এবং তার সহযোগিরা একে অপরের সহায়তায় দীর্ঘ দিন ধরে ফেন্সিডিল ব্যবসা করে আসছে।
গাজ্জাদ রুমন জানান, এ বিষয়ে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের ছাড়াতে ওপর মহল থেকে চাপ দেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মাদকের সাথে কোন আপোস নাই। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল