'নারীর প্রতি সহিংসতা রোধে যুবকদের ভূমিকা' শীর্ষক সেমিনার আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক এটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
সভায় আরও বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক আবু জাহেদ মোহাম্মদ, সংগঠনের জনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহরিয়ার নাফিছ, সংগঠনের প্রোগ্রাম ডাইরেক্টর অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার অদ্রিকা এষনা পূর্বাশা, রিসার্স সেক্রেটারি লূনা খান ও মানবাধিকার কর্মী ও আইনজীবী কাজী তামান্না ফেরদৌস।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ