সারা দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের আজ শনিবার সকাল ১০টা থেকে ও দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে এ মানবন্ধন করা হয়। মানবন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা ধর্ষণের প্রতিবাদ জানাতে মুখে কালো কাপড় বাঁধেন।
এ মানবন্ধনের উদ্যোক্তা সিফাত কানিজ ও জুবাইদা আলম জুথী বলেন, ধর্ষণ বন্ধের জন্য সরকার যেন কঠোর পদক্ষেপ নেন, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে দেওয়া হোক। ধর্ষণের অপরাধ করে কেউ যেন ছাড় না পায়। ধর্ষণ বন্ধ হোক, আমরা ও আমাদের সন্তাদের নিরাপত্তা চাই।
মানবন্ধন আয়োজনে ছিল সাইক্লার্স অব বাংলাদেশ। সহযোগিতা করেছে ইয়ুথ চ্যালেঞ্জ ২১, ঢাকা লিও অ্যাঞ্জলস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বিডি প্রতিদিন/ফারজানা