বরিশাল নগরীর কাশীপুর ট্রাক টার্মিনালে পিকাপ চালক উজ্জল সিকদারকে (২৪) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানসা ওসি মো. মাহবুবুর রহমান। তবে এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর কাশিপুর এলাকায় নির্মাণাধীন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এলাকায় বালুর চাপা অবস্থায় পিকআপ চালক উজ্জলের গলা কটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জল গড়িয়ারপাড় এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে এবং পিকআপ চালক। এ ঘটনার পর হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। যার সূত্র ধরে বিভিন্ন স্থানে ওই তিনজনকে আটক করা হয় এবং বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ২ জনকে অন্য জেলা থেকে আটক করায় তাদের এখনো বিমানবন্দর থানায় নিয়ে আসা সম্ভব হয়নি।
উজ্জল হত্যার ঘটনায় শুক্রবার রাতেই নিহতের মা পারভিন বেগম বাদী হয়ে বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব