রাজধানীর আশুলিয়ায় ফেনসিডিলসহ পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পন্ডিতকে (৩৮) আটক করেছে পুলিশ । এসময় তার সহযোগী মিলন মাহমুদকেও (২৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, আশুলিয়ার পাথালিয়া এলাকায় যুবলীগ নেতা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে । এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ যুবলীগ নেতাকে আটক করা হয় । পরে তাদের সঙ্গে থাকা ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন শেখ বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।
বিডি প্রতিদিন/ফারজানা