রাজধানীতে পৃথক স্থানে ভবন থেকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে বাড্ডা সাতারকুল আলীনগর ও ৯টার দিকে বড় মগবাজার এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
মৃতরা হলেন, আলেক মৃধা (৫৫) ও তয়িফ (১৭)।
আলেক মৃধার ছেলে বাশার মৃধা জানান, বাড্ডা সাতারকুল আলীনগর গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। সকালে ওই ভবনের সাত তলায় মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়।
এদিকে তয়িফের চাচা টোটন হোসাইন জানান, বড় মগবাজার ২৪২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো তয়িফ। সে মানসিক প্রতিবন্ধী। সকালে সে ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল