বরিশাল নগরীতে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসাদ সরকারকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিয়াসড়ক মৃধা বাড়ির সামনে থেকে তাকে আটক করে কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল।
আটক আসাদ মাদারীপুরের খুনের চর এলাকার মো. আজিজ সরদারের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিয়া সড়কের মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসাদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটক বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে রবিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম