৫ আগস্ট সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালে ৭১তম জন্মদিন।
অসামান্য সংগঠক, বহুমুখী প্রতিভাবান এই অকালপ্রয়াত তরুণের জন্মদিনে তার সংক্ষিপ্ত কর্মময় জীবন নিয়ে আয়োজন করা হয়েছে ‘শেখ কামাল: উদ্দীপ্ত তারুণ্যের দূত’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী।
জন্মদিন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আবাহনী ক্লাব প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘শেখ কামাল: উদ্দীপ্ত তারুণ্যের দূত’ স্মারক গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মোহাম্মদ ফায়সাল আহ্সান উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে অংশ নিতে জয়ীতা প্রকাশনী স্বত্বাধিকারী চিত্র সাংবাদিক ইয়াসিন কবীর জয় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন