ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত অনিক পাল হত্যা মামলার প্রধান আসামি আলভিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে বরিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার র্যাব-৮ সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। আলভি ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, আলভি অনিক পাল হত্যার মূল পরিকল্পনাকারী এবং নিজে সরাসারি হত্যাকাণ্ডে অংশ নেয়।
র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইকপাড়া পাট গুদামস্থ বালুর মাঠে পূর্ব পরিকল্পিতভাবে অনিক পালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আলভি, জুয়েল, রাসেল ও তানভীরসহ ছয় জন। পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ অনিকের মৃত্যু হয়।
এর আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে। এদিকে আলভি চলে আসে বরিশালে। শনিবার সন্দেহজনকভাবে চলাফেরার কারণে তাকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলভি খুনের রহস্য বেড়িয়ে আসে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন