ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বক্তব্যের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে ফের আবেদন করেছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওসির পক্ষে জামিনের আবেদন করা হয়েছে বলে তার আইনজীবী রানা কাওসার সোমবার গণমাধ্যমকে জানান।
চলতি সপ্তাহে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বা পরবর্তী সময়ে নিয়মিত বেঞ্চে এই জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
রানা কাওসার জানান, ‘ওসি মোয়াজ্জেম অসুস্থ। তিনি জামিন পেলে দেশত্যাগ করবেন না। এসব যুক্তিতেই জামিন আবেদনটি করা হয়েছে।’
এর আগেও হাইকোর্টে জামিনের আবেদন করেন ওসি মোয়াজ্জেম। যা ৯ জুলাই উত্থাপিত হয়নি বলে খারিজ হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব