রাস্তার ওভারলে কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুর ১২টায় শহীদ নজমুল হক স্কুলের সামনে রাস্তা পরিদর্শনে যান মেয়র। এ সময় কাজের অগ্রগতি ও গুণগত মানের সার্বিক খোঁজখবর নেন তিনি।
এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহানগরীর শহীদ নজমুল হক স্কুলের সামনে থেকে বর্ণালী সিনেমা হলের দক্ষিণ মোড় পর্যন্ত রাস্তার ওভারলে কার্পেটিং এবং রিপেয়ারিং কাজ চলছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম