পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসের হলরুমে অনুষ্ঠিত সভায় নৌযান মালিক ও বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিক নেতা, পশুরহাটের ইজারাদার, ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং পুলিশের বিভিন্ন থানার ওসি এবং বিভিন্ন ইউনিট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সভায় ঈদযাত্রা নিরাপদ করতে নৌ ও বাসের অশুভ প্রতিযোগিতা বন্ধ করা, কেবিনের টিকেট কালোবাজারে বিক্রি বন্ধ, পশুরহাটের নিরাপত্তা নিশ্চিত করাসহ ঈদের বন্ধে নগরবাসীর নিরাপত্তায় পুলিশের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন পুলিশ কমিশনার। পুলিশের সকল উদ্যোগে জনগণের সহায়তা কামনা করেন পুলিশ কমিশনার।
আসন্ন ঈদে ডেঙ্গু নিয়ে অনেকে গ্রামে ফিরতে পারেন বলেও এ বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম