অস্ত্র মাদক মামলায় নারায়ণগঞ্জ ফতুল্লার আলোচিত সন্ত্রাসী রিপন খান ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরের নারায়ণগঞ্জ দায়রা ও জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দডহুু চশমা রিপন পাগলা নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩১ জুলাই র্যাব-১১ এর একটি দল ওই এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৫১ পিস ইয়াবাসহ রিপনকে আটক করেছিল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুরের নয়ামাটি এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবাসহ চশমা
রিপনকে আটক করে। এ ঘটনায় র্যাব-১১ এর এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সে জামিনে পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল