বিএনপি ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম দেশের প্রকৃত অবস্থা জনসম্মুখে তুলে ধরতে পারছে না। কারণ এই আইন তাদের মাথার ওপর খড়গ হয়ে আছে। তিনি বলেন, রাজনৈতিক হিন উদ্দেশ্যে সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। আমরা তাকে জেল থেকে মুক্ত করতে বলিষ্ট কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছি।
খালেদা জিয়ার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতায় মানুষের মৃত্যুর প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির উপদেষ্টা মো: হাবিবুর রহমান হাবিব, বিকল্প ধারার সভাপতি ড. নূরুল আমিন ব্যাপারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, বিকল্পধারা মহাসচিব শাহ আহম্মেদ বাদল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন