সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত শেখ কামালের স্মরণ সভায় বক্তারা বলেন, ফুটবল, ক্রিকেট, হকিসহ খেলাধূলায় বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল কামালের। দেশ স্বাধীনের পর ৭২ সালে শেখ কামাল ‘আবাহনী সমাজকল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠা করেন। ফুটবলের উন্নতির জন্য ৭৩-এ আবাহনীতে বিদেশি কোচ বিল হার্ট-কে নিযুক্ত করেন। শুধু ক্রীড়াই নয় শিল্প সাহিত্য ও সংস্কৃতির সব শাখাতেই ছিল তার মুন্সিয়ানা ও অসামান্য সংগঠকের ভূমিকা।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন প্রজন্মের কাছে ‘বহুমাত্রিক শেখ কামাল’কে তুলে ধরার লক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক পীযূষ বন্ধোপাধ্যায়।
বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনএমপি, শেখ কামালের বন্ধু মেজর জেনারেল (অব:) সাইদ মাসুদ, সাবেক এমপি ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ, স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভির মাজহার তান্না, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদ রেজা, বি এম এ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী, মেজর (অব:) দোস্ত মোহাম্মদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন