খুলনায় সরকারি হাসপাতালের বহির্বিভাগে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের দাবিতে সেমিনার এক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার অভিজাত হোটেলে সুন্দরবন একাডেমির এ্যাডভোকেসি টিমের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ ও খুলনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
সেমিনারে সরকারি হাসপাতালে অপ্রতুল স্বাস্থ্য সেবা, চিকিৎসক ও অবকাঠামো সংকট, সরকারি ওষুধ না পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন