বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, শিশু বিভাগের প্রধান ডা. অসিম কুমার সাহা, জেলা স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি সেলিনা আক্তার, বরিশাল ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মকর্তা নুসরাত জাহানসহ চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম