রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেলিম (১৯), সোহেল রানা (২০) ও ওয়াসিম (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিরপুর-১২ নম্বর বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এসময় হঠাৎ মাচাং ভেঙে তারা নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ওয়াসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য ওয়াসিমের মরদেহ ঢামেক হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল