রাজধানীর গ্রিনরোড এলাকায় বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম পলাশ দে, বয়স ২৪ বছর। বৃহস্পতিবার বিকেল এ ঘটনা ঘটে।
তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপাল দের ছেলে এবং বর্তমানে তিনি মোহাম্মদপুর এলাকায় থাকেন।
পলাশ দে গ্রিনরোডের গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে কলাবাগন থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে হেঁটে গ্রিনরোড এলাকায় দিয়ে যাচ্ছিলেন পলাশ। বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ