‘নিরবিচ্ছিন্ন জ্বালানী, সমৃদ্ধ দেশ উন্নত আগামী’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়োজনে শুক্রবার কুমিল্লার টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী এএসএম আকবর কবির।
বক্তব্য রাখেন কোম্পানির সচিব আফরোজা বেগম, মহাব্যবস্থাপক প্রশাসন ও অর্থ প্রকৌশলী নারায়ন চন্দ্র পাল, মহাব্যবস্থাপক বিপনন মাহবুবুর রহমান,মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রকৌশলী আবুল বাশার এবং সিবিএ সভাপতি আবুল খায়ের।
বিডি-প্রতিদিন/মাহবুব