সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েই চলছে। নানা বিপত্তি-ঝুঁকি উপেক্ষা করেই ঈদের ছুটিতে ঘরের পানে ছুটছেন নগরবাসী।
শুক্রবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের যেন স্রোত নেমেছে।
সেইসঙ্গে ট্রেনের দেরি, অপেক্ষার যেন শেষ নেই যাত্রীদের। এছাড়াও ছাদবোঝাই যাত্রী নিয়ে ছুটে চলছে ট্রেন। বগির ভেতরে তিল ধারণের জায়গা নেই। এখন ছাদে ঠাঁই পাওয়ার চেষ্টা।
এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ এই যাত্রার দায় তার।
রেলপথমন্ত্রী বলেন, পরিস্থিতিটাকে কী আপনারা কোনভাবেই বিবেচনায় নেবেন না? আপনারা চেষ্টা করলেই তো আর সবাইকে নামিয়ে সমাধান করতে পারবো না।
এদিকে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, যাত্রীদের চাপ বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সবাই বাড়ি ফিরতে চায়। ট্রেনের শিডিউল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন