বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে “বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে” সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা জড়িত তাদের বিচার এখন সময়ের দাবি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি রোকেয়া প্রাচী’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটনেত্রী জেনিফার ফেরদৌস, চিত্রনায়িকা শাহনুর, মোতাছিম বিল্লাহ, অধ্যক্ষ আহসান সিদ্দিকী, করিম খান, উদয় শংকর বসাক, দিলীপ সরকার, অভিনেত্রী পারুল আক্তার লোপা, অভিনেতা হাবিবুল্লাহ রিপন, দিলীপ সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন