বরিশালে ২ হাজার ১৪৫ পিস ইয়াবাসহ এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে নগরীর কাউনিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো পিরোজপুরের নেছারাবাদ এলাকার নুর মোহাম্মদ সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪৯) এবং তার স্ত্রী মাহমুদা বেগম (৩৮)।
কাউনিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, নগরীর খালপাড় সড়ক ও হাজেরা খাতুন সড়কের সংযোগস্থল থেকে ৫শ’ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর রূপাতলী এলাকার ডাক্তার মমিন সড়কে তাদের নিজ বাসা জাহানারা মঞ্জিল থেকে আটক করা হয় তার স্ত্রী মাহমুদাকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৪৫ পিস ইয়াবা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দির্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় কাউনিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল