২০ আগস্ট, ২০১৯ ১৬:৩১

রাজশাহীতে নারীসহ ৮ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে নারীসহ ৮ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীর চারঘাট থেকে সরকার বিরোধী ষড়যন্ত্র করার গোপন চলাকালে দুই নারীসহ ৮ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার গভীররাতে উপজেলার বামনদিঘী এলাকার শিবির নেতা ইয়ামীন সরকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে সরকার বিরোধী লিফলেট, কয়েকটি মোবাইল ফোন, শিবিরের সাথী ও কর্মী সহায়িকা এবং শিবিরের চাঁদা আদায়ের রশিদ। 

পুলিশ সুপার বলেন, গ্রেফতার শিবির নেতা ইয়ামীন সরকার চারঘাট এলাকায় সংগঠকের দায়িত্বে আছেন। ইয়ামীন জামায়াত-শিবির নোতকর্মীদের একত্রিত করে সরকারকে বেকায়দায় ফেলতে ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বেশ কয়েকটি বৈঠক করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে বৈঠক করার সময় পুলিশ হানা দেয়। এসময় ইয়ামীন, ইউসুফ, সবুজ, মুরশিদুল, কুদ্দুস, সাদিয়া, ফাতিমা ও হাসিবুলকে গ্রেফতার করে। তাদের সবার বাড়ি চারঘাটের আস্করপুর গ্রামে। গ্রেফতারকৃতরা বিভিন্ন লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও দেশকে অশান্ত করতে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর