ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডেমরায় সচেতনতামূলক র্যালি বের করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইবরাহীমের উদ্যোগে সোমবার সকালে ওই ওয়ার্ড এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসির উপ-সচিব ও অঞ্চল-৮ এর আঞ্চলিক কর্মকর্তা মো. আশরাফুল আলম খাঁন। সকাল ১০ টায় শুকুরশী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক র্যালি বের করে দুপুর ১টায় এ কর্মসূচী শেষ করা হয়।
র্যালিতে অংশ নেয় শুকুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল, আল-ফালাহ মডেল একাডেমি, হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা।
সৈয়দ মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. বাদশা মিয়া, ডিএসসিসির বাজার-৩ শাখার সুপারভাইজার মো. হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী আলতাফ হোসেন ও ডিএসসিসির ৬৭, ৬৮ ও ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হোসনে আরা শাহীনসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন