নারায়ণগঞ্জে একটি কারখানার কিশোরী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় একজনকে খালাস প্রদান করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। তাদের মধ্যে চঞ্চল আদালতে উপস্থিত ছিলেন এবং অন্যরা পলাতক। এছাড়া পলাশ নামে একজনকে খালাস দেওযা হয়েছে।
আদালতের স্পেশ্যাল পাবলিক প্রশিকিউটর রাকিব এই রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০টায় সদরের তামাকপট্রি এলাকার ওই কারখানার কিশোরী শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে শহীদনগর এলাকায় ওই যুবকরা পথরোধ করে। এরপর তাকে সেখান থেকে জোর করে শহীদনগর এলাকার আনোয়ারের বাড়ির রান্না ঘরে নিয়ে যায়। এরপর পর্যায়ক্রমে চার জন কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব