আমাজান বনকে দাবানল থেকে রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে কয়েকটি শিশু সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউজের সামনের সড়কে লাল সবুজ সোসাইটি, ইয়ুথ অ্যান্ড হাঙ্গার ও ইয়ুথ ফর সোসাইটি’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দাবির প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।
শিশু সংগঠন লাল সবুজ সোসাইটির সভাপতি তাহসিন উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তানভীর আহমেদ ও রিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশ-প্রকৃতি বাঁচাতে আমাজান বনকে দাবানল থেকে রক্ষা করতে হবে। এই সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম