বরিশাল নগরীর বগুড়া রোডের মল্লিকা কিন্ডার গার্ডেন এলাকায় ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় আরও ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
আটক ছিনতাইকারী হচ্ছে- নগরীর কাউনিয়া ছোট মিয়ার গলির বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে শাহারিয়ার হোসেন অন্তু। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীরা হলো- নগরীর নতুন বাজার এলাকার সাইফুল হাওলাদার ওরফে নিবির এবং কাউনিয়া থানা সংলগ্ন এলাকার আলভি হাসান আবির।
নগর গোয়েন্দা পুলিশের এসআই ইউনুস আলী ফরাজী জানান, সোমবার রাত ১০টার দিকে তার নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একদল সদস্য মল্লিকা কিন্ডারগার্ডেনের পূর্ব পাশে গেট অতিক্রমকালে মোটরসাইকেল যোগে কতিপয় যুবককে ছিনতাই কাজে লিপ্ত থাকতে দেখেন। এ সময় ধাওয়া করে ছিনতাইকারী অন্তুকে আটক করেন তারা। পালিয়ে যায় অন্তুর সাথে থাকা অপর দুই ছিনতাইকারী। উদ্ধার করা হয় এক পথচারীর ছিনতাইকৃত মুঠোফোন।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ছিনতাইকারীকে ওই রাতেই কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে অন্তু ও তার দুই সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অন্তুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম