রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় আবদুর রশিদ নামে ১২ বছরের এক শিশুকে চলন্ত বাসের নিচে ফেলে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার দু-দিন অতিবাহিত হলেও আসামিদের গ্রেফতার না করায় ফুসে উঠেছে এলাকাবাসী।
পুলিশ জানিয়েছেন, ২৮ আগস্ট রাতে আবদুর রশিদ নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে আহতের পর বাসের নিচে ফেলে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা শহিদার রহমান বাদী হয়ে মোজাফ্ফর হোসেন, জয় মিয়া, মন্টু মিয়াসহ ৫ জনের নাম উলেখ্য করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। এদিকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি রবিবার মানববন্ধন ও বিক্ষোভ কমসূচি দিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, আবদুর রশিদের বড় ভাইয়েরে নিকট থেকে জোর করে ২৮ তারিখে ৫শ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসী মোজাফ্ফর হোসেনসহ ৪-৫ জন। এ ঘটনায় মোজাফফরের বাবার কাছে বিচার দেন নিহতের ভাই মহন। বিচার দেয়ায় ক্ষীপ্ত হয়ে মহনের ছোট ভাইকে রাস্তায় পিটিয়ে আহতের পর বাসের নিচে ফেলে দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে মেট্রোপলিটন কতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চলছে ঘটনার অধিকতর তদন্ত। এ মামলা নিয়ে পুলিশের কোন গাফলতি নেই বলেও দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল