রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন কাছ থেকে নির্বাহী হিসাব কর্মকর্তা মুরাদ হোসেন (৩৩) এর খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগতে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার তার ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে যান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রসো বনিক বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সংবাদ পাই, কারওয়ান বাজার এলাকায় এক লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তার খন্ডিত মৃতদেহ উদ্ধার করে মাথা, দুই হাত, দু'পায়ের পাতা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পরে ঢামেক মর্গে পাঠানো হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে না অন্য কোনভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৃতের চাচতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে মুরাদ। তিনি বেসরকারি কোম্পানির নির্বাহী হিসাব কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে মগবাজার এলাকায় স্ত্রী, ও ১৫ দিনের এক সন্তান রয়েছে।
তিনি বলেন, মুরাদ একজন সৎ ছেলে। তার খন্ডিত মৃতদেহ দেখে তাদের সন্দেহ হচ্ছে। এটা রেলে কাটাতো নাও হতে পারে, তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনে ফেলে যেতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ