রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে রানী নদীর উপরে আরসিসি এবং পিসি গার্ডার সেতুর নির্মাণকাজের উদ্বোধন করলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক।
৫৭ দশমিক ৭১ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থের এই সেতুটি সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধায়নে নির্মাণ করা হচ্ছে। অত্যাধুনিক এই সেতুটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৭২ লাখ টাকা।
শনিবার সকালে সেতুটির ভিত্তিপ্রস্তর উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়ার ব্র্যাক মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সড়ক ও জনপদ অধিদফতর। ভিত্তিপ্রস্তর শেষে সড়ক ও জনপদ অধিদফতরের নির্বাহী প্রকৌলশী সামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের এমপি এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী সড়ক ও জনপদ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌলশী সানজিদা আরফিন ঝিনুক, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল