সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলার ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এসেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শনিবার রাতে ঢামেকে আহত পুলিশের এএসআই শাহাবুদ্দিন এবং ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলামকে দেখতে যান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পরিদর্শন শেষে রাত ১২টা ১৫ মিনিটে আইজিপি ঢামেক ত্যাগ করেন।
এর আগে শনিবার রাত ৯ টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার