বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- দিনাজপুর বোর্ডে পাশ ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
- ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস
- ভিকারুননিসায় কমেছে জিপিএ-৫, বেড়েছে ফেল
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১২৮৪
- সিঙ্গাপুরের কাছে হেরে হামজা-জামালদের র্যাঙ্কিংয়ে অবনতি
- মার্কিন পরিবহন মন্ত্রীকে নাসার প্রশাসক বানালেন ট্রাম্প
- ১৩৪ প্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী
- ফটিকছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব
- নারায়ণগঞ্জে ৩৫০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে জেলা প্রশাসকের উপহার
- নেস্লে সেরেগ্রো এখন শ্রীলঙ্কায়
- মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ‘আপনি এত সুন্দর ইংরেজি শিখলেন কোথায়?’— লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন
- এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
- কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০, কমেছে ১৬ শতাংশ
- এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন
- রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, এগিয়ে মেয়েরা
- ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কিছু কারণ
- গোবিপ্রবিতে ‘গণতন্ত্রের বিকাশে ছাত্র সংসদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সৈনিকরা দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না : বিজিবি মহাপরিচালক
- যেসব কারণে নষ্ট হতে পারে স্মার্টফোন
রাজশাহীতে যানবাহনের নৈরাজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীর সড়কে যানবাহনের নৈরাজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ (ইয়্যাস) নামের একটি সামাজিক সংগঠন। রবিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও মহানগর পুলিশের কমিশনারকে আলাদা আলাদাভাবে এই স্মারকলিপি দেওয়া হয়।
যানবাহনের নৈরাজ্য দূর করতে স্মারকলিপিতে মোট সাত দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরীর রাস্তায় যত্রতত্রভাবে গড়ে ওঠা অপরিকল্পিত সব ধরনের যানবাহনের স্টপেজগুলোকে অবিলম্বে অপসারণ এবং শিরোইল বাস র্টামিনাল ও ঢাকা বাস টার্মিনালকে নওদাপাড়া বাস টার্মিনালে স্থানান্তরের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে যে, যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা প্রদানে নগরীর নওদাপাড়া এলাকায় ৭ দশমিক ৪১ একর জায়গার ওপর সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালে বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। টার্মিনালটিতে একসঙ্গে প্রায় ৫০০টি বাস দাঁড়াতে পারে। ২০১১ সালের জুনে পরিবহন মালিকদের কাছে টার্মিনালটি হস্তান্তরও করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। উদ্দেশ্য ছিল, নগরীর ভেতরে অবস্থিত শিরোইল বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা। কিন্তু এরপর প্রায় ১৫ বছর পার হলেও নওদাপাড়া বাস স্ট্যান্ডটি এখনও পুরোপুরি চালু হয়নি। টার্মিনালটি শুধুই বাস দাঁড়ানোর জন্য যেন এখন গ্যারেজে পরিণত হয়েছে।
স্মারকলিপিতে যে সাত দফা দাবি জানানো হয়েছে সেগুলো হলো- যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত স্টপেজগুলোকে অবিলম্বে অপসারণ এবং শিরোইল বাস র্টামিনাল ও ঢাকা বাস র্টামিনালকে নওদাপাড়া বাস টার্মিনাল এ স্থানান্তর, শহরের ভেতর দিয়ে দূরপাল্লার বাস-ট্রাকসহ ভারী যানবাহণ চলাচল বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক আইন অনুযায়ী লেন মেনে সকল যানবাহনের চলাচল নিশ্চিত, যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী উঠানামা ও অবৈধ পার্কিং বন্ধ; নগরীর প্রতিটি স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন এবং দৃশ্যমান স্থানে ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত নির্দেশিকা প্রদান ও এ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা।
এই বিভাগের আরও খবর