কুমিল্লায় বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রবিবার বিকালে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ধর্মসাগর পাড়ের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন। বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. আলী আক্কাস,আমীরুজ্জামান আমীর,রেজাউল কাইয়ুম ও সফিউল আলম রায়হান প্রমুখ।
এদিকে, দুপুরে কুমিল্লা টাউন হলের মিলনায়তনে বিএনপি নেতা সিটি মেয়র মনিরুল সাক্কু গ্রুপের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মনিরুল সাক্কু। বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, আবদুর রউফ চৌধুরী ফারুক, ইউসুফ মোল্লা টিপু ও মনির হোসেন পারভেজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব